খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার : এমাজউদ্দিন আহমেদ

31/01/2015 10:07 pmViews: 11

খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার : এমাজউদ্দিন আহমেদঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ বলেছেন, খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে এভাবে তিনবারের প্রধানমন্ত্রীকে অন্ধকারে নিরাপত্তহীনতায় রাখাই হচ্ছে হত্যার ষড়যন্ত্র। আপাতদৃষ্টিতে এটাকে হত্যার ষড়যন্ত্র বলেই মনে হচ্ছে।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, দুনিয়ার কোথাও এমন অমানবিক আচরণ দেখা যায়নি। যারা এ আচরণ করেছে আল্লাহ তাদের ছাড়বে না।

সরকার গণতন্ত্রের নামে প্রতিহিংসাপরায়ণতা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ড. এমাজউদ্দিন বলেন, একই কারণে আগে তার উপর পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছিল।

Leave a Reply