খালেদা জিয়াকে সরকারে আসার প্রস্তাব প্রধানমন্ত্রীর
আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে নওগাঁর বরেন্দ্র ভূমি সীমান্ত উপজেলা পোরশার জনসভার ভাষণে তিনি এ প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি সরকারে আসুন। যে যে মন্ত্রণালয় চাইবেন দেয়া হবে।’
সর্বদলীয় সরকারে বিরোধী দলকে তাদের পছন্দ মতো মন্ত্রণালয় দেয়ার প্রস্তাব রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘কিন্তু খালেদা তা চান না। তিনি চান হরতাল দিয়ে মানুষ হত্যা করতে। তিনি চান হাসিনামুক্ত বাংলাদেশ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সন্ত্রাস সৃষ্টি করেছে, মানুষকে শান্তিতে ঘুমাতে দেয় না। আর আমরা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়।’
এসময় আওয়ামী সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ‘নৌকায় ভোট দেয়া মানে বিনা মূল্যে বই পাওয়া, কৃষক বিনামূল্যে কৃষি উপকরণ পাওয়া, ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ভিজিডি, ভিজিএফ, গ্রামের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়া।’
নওগাঁয় উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনা বলেন, ‘আমরা ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় একশ শয্যাবিশিষ্ট হাসপাতাল তৈরি করে দিয়েছি। নওগাঁরটার কাজ শিগগিরই শুরু করা হবে। লোহার ব্রিজের পরিবর্তে কংকিটের ব্রিজ তৈরি করা দেয়া হবে।’
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সমাবেশস্থল ও তার আশেপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।