খালেদা জিয়াকে মুক্তি দেয়ার ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাখে না : স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়াকে মুক্তি দেয়ার ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাখে না : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাখে না, এটি আইন আদালতের বিষয়। তিনি বলেন, খালেদা জিয়ার জামিন চেয়ে তার পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আবেদন করেছে সেই চিঠি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আসাদুজ্জামান খান কামাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট অফিসে হজ বুথ সেবা-২০২০-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। পাসপোর্ট ও ইমিগ্রেশনের ডিজি সাকিল আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, সুরক্ষা বিভাগের সচিব শহিদুজ্জামান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস