খালেদা ক্ষমা চাইলে ২০১৯ সালে সংলাপ: নাসিম

তিনি শনিবার দুপুরে পাবনায় জেলা সিভিল সার্জন অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
নাসিম বলেন, খুনীদের সাথে কোন সংলাপ নয়। খালেদা জিয়া জামায়াতের সঙ্গে যোগসাজশে সরকার পতনের নামে নিরীহ সাধারন মানুষ, শিশু, পথচারি এবং পুলিশ হত্যা করছেন। তিনি বিদেশীদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তার সঙ্গে সংলাপ মানে খুনিদের সাথে হাত মেলানো।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান মোস্তাকের সাথে হাত মিলিয়ে জাতিরজনককে স্বপরিবারে হত্যার পর কুখ্যাত কালো আইন ইমডেমনিটি বিল পাশ করেন। খুনীদের পুরস্কৃত করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকারকে সরাতে না পেরে তিনি এখন সংলাপের কথা বলছেন। আওয়ামী লীগ গনতান্ত্রিক দল, সংলাপকে ভয় পায় না। কাজেই সংলাপ হবে ২০১৯ সালে। কিন্ত তার আগে বেগম জিয়াকে বলতে হবে- আমি ভুল করেছিলাম। তখন আমরা সংলাপের কথা বিবেচনা করে দেখব।