খালেদা আল-কায়েদাকে তথ্য দিয়েছেন: সংসদে শেখ সেলিম

17/02/2014 7:24 amViews: 6

খালেদা আল-কায়েদাকে তথ্য দিয়েছেন: সংসদে শেখ সেলিম
আল-কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তথ্য সরবরাহ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

রোববার জাতীয় সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আল-কায়েদার ভিডিও বার্তা বাংলাদেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। এ বার্তায় যে কথা বলা হয়েছে তার সঙ্গে বিএনপি-জামায়াতের কথার মিল আছে।

শেখ সেলিম বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। তারা তালেবানদের দোসর। আগে তারা যে কথা বলেছে, তাদের কথার সাথে জাওয়াহিরির কথার মিল আছে।

তিনি বলেন, ভিডিও বার্তায় বলা হয়েছে বাংলাদেশ একটি বৃহৎ কারাগার। বাংলাদেশে মুসলমানদের গণহত্যা করা হয়েছে। এসব কথা আগে খালেদা জিয়াও বলেছিলেন।

শেখ সেলিম বলেন, বাংলাদেশের মানুষ সত্যিকারভাবে ধর্মপ্রাণ। জাওয়াহিরির বক্তব্য মুক্তিযুদ্ধেরও বিরুদ্ধে। এ দেশের মানুষকে জঙ্গি বানানোর চেষ্টা করা হচ্ছে। যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারাই কেবল এ ধরনের কথা বলতে পারে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত-হেফাজত-তালেবান জঙ্গি সংগঠন, তারা কোনো গণতান্ত্রিক সংগঠন নয়।

নির্বাচন সর্ম্পকে শেখ সেলিম বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেয়নি। এখন নাকে খত দিয়ে  উপজেলা নির্বাচনে এসেছে।

Leave a Reply