খালেদার সঙ্গে কাদের মোল্লার স্ত্রীর সাক্ষাৎ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার স্ত্রী বেগম সানোয়ার জাহান সাক্ষাৎ করেছেন।
শুক্রবার রাতে চেয়ারপারসনের গুলশানের বাস ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কাদের মোল্লার স্ত্রী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু।
সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার একটু পর পৃথক গাড়িতে খালেদা জিয়ার গুলশানের বাসায় আসেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহান।
সাক্ষাৎকালে কাদের মোল্লার স্ত্রী তার স্বামীর ফাঁসির রায় প্রশ্নে বেগম জিয়ার সহযোগিতা চান। তবে খালেদা জিয়া এ ব্যাপারে কোনো মন্তব্যই করেননি শুধু তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন।
এ ব্যাপারে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী ব্যস্ততার কথা বলে তা কেটে দেন।
তার একটু পরে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। রাত ১০টার একটু আগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে যান কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা বেগম ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
খালেদা জিযার বাসা থেকে বেশ কিছুক্ষণ পর বের হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু।
এর আগে যাবজ্জীবন দণ্ড পাওয়া জামায়াত নেতা কাদের মোল্লার আপিলের রায়ের আগের দিন সন্ধ্যায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার বাসায় যান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। মজিনার সঙ্গে তিনি বৈঠক করেন।
এছাড়া বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ফাঁসির দণ্ড দেয়ার প্রতিবাদে জামায়াতের হরতাল চলাকালেই বাংলাদেশ নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট গিবসনের সঙ্গে এক গোপন বৈঠক করেন জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল