খালেদার শয়নে স্বপনে পেয়ারে পাকিস্তান: প্রধানমন্ত্রী

20/01/2014 6:50 pmViews: 6
নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা: বিএনপি নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না-এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ”ওনার (খালেদা জিয়া) মন পড়ে আছে পেয়ারে পাকিস্তানে। উনি শয়নে স্বপনে পেয়ারে পাকিস্তানই দেখেন। যখনই দেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, ওনার মাথা খারাপ হয়ে গেছে।”

সোমবার বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি বলেন, ”বিএনপি নেত্রীর সাধ্য নাই এই বিচার বাধাগ্রস্ত করেন। এই বিচার শুরু হয়েছে, রায় কার্যকর হবে।”

মানুষের শান্তি দেখলেই বিএনপি নেত্রীর অশান্তি শুরু হয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ”আন্দোলনে ব্যর্থ হয়ে বিরোধী নেত্রী ব্যর্থতার আগুনে পুড়ে মরছেন। এখন সেই অশান্তির আগুনে তিনি দেশকে জ্বালাতে চান।”

নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া যে ভুল করেছন তার খেসারত তাকেই দিতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বাধা বিঘ্ন উপেক্ষা করে গত ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দেয়ায় দেশের মানুষকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।

সাতক্ষীরায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ”যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে, তাদের একজনও রেহাই পাবে না।”

শেখ হাসিনা বলেন, ”জামায়াতের পক্ষ নিয়ে খালেদা জিয়া নির্বাচন বর্জন করেছেন। তিনি নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। দেশের মানুষ সব বাধা উপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়েছে।”

সাতক্ষীরা অবহেলিত ছিল উল্লেখ করে তিনি বলেন, ”এখানে চিংড়ি চাষ হয়, কিন্তু চিংড়ি প্রক্রিয়াজাত করার ব্যবস্থা নেই। আমরা এখানে চিংড়ি প্রক্রিয়াজাত করার ব্যবস্থা করে দেব।”

Leave a Reply