‘খালেদার ভুল রাজনীতির কারণে বিএনপি’র সমর্থন কমেছে’

01/01/2016 5:05 pmViews: 5

‘খালেদার ভুল রাজনীতির কারণে বিএনপি’র সমর্থন কমেছে’

 

বেগম খালেদা জিয়ার ‘ভুল’ রাজনীতির কারণে তার দল বিএনপির ভোট ও সমর্থন কমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সুরঞ্জিত বলেন, এবারের নির্বাচনে খালেদা একা নন, তার ধানের শীষেরও ভরাডুবি হয়েছে। ধান সব চিটা হয়ে গেছে। খালেদার ভুল রাজনীতির কারণেই তার দলের সমর্থন ও ভোট কমেছে। খালেদাকে জিয়ার উদ্দেশে তিনি আরও বলেন, বিভ্রান্ত রাজনীতি ছেড়ে দেশের বৃহত্তর স্বার্থে রাজনীতিতে স্থিতিশীলতা বজায় রেখে গণতান্ত্রিক ও সহনশীল ধারায় ফিরে আসুন। এতে সমর্থনও বাড়বে, ক্ষমতাও আসবে। সুস্থ্য রাজনীতিতে ফিরে আসলে আপনারা সরকার ও প্রশাসনের সমস্ত সহায়তা পাবেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, এমপি এডভোকেট হোসনে আরা লুৎফা, উপ কমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি আবদুল মান্নান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Leave a Reply