খালেদার বিচারে ঈদের পর ট্রাইব্যুনাল
খালেদার বিচারে ঈদের পর ট্রাইব্যুনাল
১২ জুলাই ২০১৫, রবিবার
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনা সরকারের কাছে আইনের ঊর্ধ্বে কেউ নন। বেগম খালেদা জিয়াও নন। তাই ঈদের পরে খালেদার বিচার সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। গতকাল সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এই ট্রাইব্যুনালে গণহত্যার দায় থেকে যদি বেগম জিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তবে রাজনীতি করবেন। আর নির্দোষ প্রমাণ করতে না পারলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে কারাগারে যাবেন।
তিনি আরও বলেন, ৯৩ দিনের আগুন সন্ত্রাস ও মানুষ পোড়ানোর গণহত্যার দায়ে বেগম খালেদা জিয়া অভিযুক্ত। তার নামে মামলা হয়েছে। তদন্ত শেষ হয়েছে। কয়েকটির চার্জশিট দাখিলও হয়েছে। গণহত্যাকারী আগুন সন্ত্রাসীর নেতা বেগম খালেদা জিয়ার দ্রুত বিচার সম্পন্ন করতে প্রকাশ্য বিশেষ ট্রাইব্যুনাল করা হবে। ঈদের পরে এই ট্রাইব্যুনাল গঠন করা হবে।
এসময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।