খালেদার বাসার নিরাপত্তায় থাকা পুলিশ সরিয়ে নেয়া হলো

01/03/2015 11:28 pmViews: 15

ঢাকা: খালেদা জিয়ার বাসার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সরিয়ে নিয়েছে সরকার। রোববার রাত ৯টা ১১ মিনিটে তাদের সরিয়ে নেয়া হয়।

খালেদা জিয়ার বাসার নিরাপত্তার জন্য পাশেই ব্যারাকের মতো করে একজন এসআই-এর নেতৃত্বে সাতজন পুলিশ সদস্য থাকতেন। রাত সাড়ে আটটার দিকে জানা যায় তারা আর সেখানে থাকছেন না। পুলিশ দলের নেতৃত্ব থাকা এসআই জহিরুল হক সাংবাদিকদের জানান, উপরের নির্দেশে তারা চলে যাচ্ছেন। রাত ৯টা ১১ মিনিটে পুলিশ সদস্যের ওই দলটি এলাকা ছেড়ে চলে যায়।

তবে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অবস্থানরত সাদা পোশাকের তিন পুলিশ সদস্য এখনো রয়েছেন। কার্যালয়ে কে ঢুকলেন আর বের হলেন তার খোঁজ নেন এসবির এই তিন সদস্য। তাদের কাছে থাকা খাতায় নাম নথিভুক্ত করে ভেতরে ঢুকতে হয়।

রোববার ঢাকা সিএমএম আদালত খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির অনুমতি দিয়েছেন। এই অনুমতি প্রদানের পরই বাসার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সরিয়ে নেয়া হলো।

Leave a Reply