খালেদার বাসভবন ঘেরাও করতে গুলশানে বিভিন্ন সংগঠন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ঘেরাও করতে গুলশানে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠন। মঙ্গলবার সকাল ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল গুলশান-২ গোলচত্বরে জড়ো হয়। এতে অংশ নিয়েছে ঘাতক-দালাল নির্মুল কমিটি, আমরা গর্বিত বাঙালি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে খালেদা জিয়ার বাড়ি অভিমুখে রওনা হন। পরে পুলিশ গোলচত্বরেই তাদের আটকে দেয়। সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন।
এদিকে তাদের এই কর্মসূচি ঘিরে সকাল থেকে খালেদা জিয়ার বাসভবন ও এর আশপাশের রাস্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন খালেদা জিয়া।
ওই সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে। তিনি (বঙ্গবন্ধু) বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হত না।’
তার এই বক্তব্যের প্রতিবাদে ক্ষমতাসীনরা আজকের এই কর্মসূচির ঘোষণা করে।