খালেদার দুই মামলার সাক্ষ্যগ্রহণ ১০ সেপ্টেম্বর

03/09/2015 4:46 pmViews: 7
খালেদার দুই মামলার সাক্ষ্যগ্রহণ ১০ সেপ্টেম্বর
দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১০ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালত এ দিন ধার্য করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ খালেদা জিয়ার অনুপস্থিতিতেই আদালতে সাক্ষ্য দেন সাক্ষীরা। আদালতের বিচার কার্য শুরু হওয়ার সময় খালেদা জিয়ার অসুস্থার কারণ দেখিয়ে আদালতে একটি আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সোয়া ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

Leave a Reply