খালেদার গ্রেফতারি পরোয়ানা নিয়ে সিনিয়র আইনজীবীদের বৈঠক
খালেদার গ্রেফতারি পরোয়ানা নিয়ে সিনিয়র আইনজীবীদের বৈঠকশীর্ষ নিউজ ডটকম, ঢাকা: জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এ বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে বৈঠক করেছেন বিএনপি সমর্থক সিনিয়র আইনজীবীরা।
বুধবার সন্ধ্যা সোয়া ৫ টা থেকে সাবেক বিচারপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান টিএইচ খাঁনের মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসায়
প্রায় তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
টিএইচ খানের সঙ্গে বৈঠকে অন্যান্যের মধ্যে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী, সাবেক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা এডভোকেট মাসুদ রানা বৈঠকের সময় ছিলেন।
বৈঠকের খবর পেয়ে টিএইচ খানের বাসা ঘিরে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তারা সেখান থেকে চলে যায়। তবে রাত ৮ টার দিকে বৈঠক শেষে বেরিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এ বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।