খালেদার কার্যালয় পেট্রল দিয়ে জ্বালিয়ে দেয়া হবে : ছাত্রলীগ
চট্টগ্রাম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় পেট্রল দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়েছে ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, ‘ফেব্রুয়ারিতে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেয়া কোমলমতি ছাত্রছাত্রীদের ওপর যদি পেট্রলের আঁচ লাগে, যদি তারা কোনোরকম হামলার শিকার হয়, তাহলে বেগম জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করে পেট্রল দিয়ে জ্বালিয়ে দেয়া হবে।’
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।
নাজমুল বলেন, ‘বিএনপি জামায়াতের সহিংসতা দমনে ছাত্রলীগ গণতন্ত্রের পাহারাদার হিসেবে বাঁশের লাঠি নিয়ে রাজপথে থাকবে।’
পেট্রলবোমা পেলেই গণধোলাই :
একই অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ‘এখন থেকে কারো হাতে যদি পেট্রলবোমা পান তাহলে প্রথমে গণধোলাই দেবেন তারপর পুলিশে সোপর্দ করবেন।’
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে এ পর্যন্ত ৩৯ জন নিরীহ মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। চট্টগ্রামে পেট্রলে ঝলসে মারা গেছে স্কুল ছাত্রী।’
সমাবেশে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান প্রমুখ।
– See more at: http://www.sheershanews.com/2015/01/29/67002#sthash.L7Tewd06.dpuf