খালেদাকে হাসিনার ফোন আজ রাতেই!

22/10/2013 6:02 pmViews: 8

hasina kahledaআজ রাতেই বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফোন দিতে পারেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্রে এ খবর পাওয়া গেছে। তবে রাত কয়টায় তিনি ফোন করবেন তা জানা যায়নি।

জানা গেছে, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে চলমান রাজনৈতিক সংকট সমাধানের বিষয়ে খালেদার সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। এজন্য সংলাপে বসা বা সংসদে যাওয়ার বিষয়েও তাদের মধ্যে কথা হতে পারে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনার সময় খালেদা জিয়াকে টেলিফোন করার এবং চিঠি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান শেখ হাসিনা।

সাপ্তাহিক ওই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

গত ১৮ অক্টোবর জাতির উদ্দেশে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ভাষণে তিনি নির্বাচনের সময় সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেন। বেগম খালেদা জিয়াও সোমবার সংবাদ সম্মেলন করে পাল্টা প্রস্তাব দেন।

Leave a Reply