খালেদাকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে: বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক
খালেদাকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে: বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক বলেছেন, দীর্ঘ ৪৪ বছর পর মুক্তিযুদ্ধের মীমাংসিত ইস্যু নিয়ে খালেদা জিয়ার প্রশ্ন তোলার অধিকার নেই। তিনি ৭১ সালে কোথায় ছিলেন দেশের মানুষ ভাল করে জানে? খালেদা জিয়া শুধু পাকিস্তানকে খুশি করার জন্য মুক্তিযুদ্ধের গণহত্যার শিকার ৩০ লাখ শহীদের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এর মাধ্যমে তিনি আবার দেশকে পাকিস্তানে পরিনত করতে চান। এজন্য খালেদাকে যুদ্ধাপরাধী মীর কাসেমের জাহাজে আবার পাকিস্থানে পাঠিয়ে দিতে হবে। মঙ্গলবার সকালে গুলশান-২ এর চত্ত্বরে ঘাতক দালাল নির্মূল কমিটির অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।