খালাস পাওয়া ১১ আসামির রায় স্থগিতে আবেদন

20/06/2016 4:07 pmViews: 9
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা
খালাস পাওয়া ১১ আসামির রায় স্থগিতে আবেদন
 
খালাস পাওয়া ১১ আসামির রায় স্থগিতে আবেদন
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আবেদনে হাইকোর্টের খালাসের রায় স্থগিতের প্রার্থনা জানানো হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দায়ের করা হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জোনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এই স্থগিত আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত গত ১৫ জুন আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে হাইকোর্ট মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত  ১১ আসামিকে বেকসুর খালাস দেয়।
খালাস পাওয়া আসামিরা হলেন- বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আমীর, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), লোকমান হোসেন বুলু, রনি ফকির (পলাতক), খোকন (পলাতক) ও দুলাল মিয়া। বিচারিক আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রকিবউদ্দিন সরকার ওরফে পাপ্পু সরকার, আয়ুব আলী ও মনির।
আজ রাষ্ট্রপক্ষ খালাসপ্রাপ্ত আসামিদের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে।
তত্কালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালের ৭ মে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টারকে। ঘটনার পরদিন তার ভাই মতিউর রহমান বাদি হয়ে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ২০০৪ সালের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে এ হত্যা মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
ঐ রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। ঐ ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে ছয় আসামির মৃত্যুদণ্ড বহাল, নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১১ আসামিকে বেকসুর খালাস দেয় হাইকোর্ট।

Leave a Reply