‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া লক্ষ্য’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল। ২০০৯ সালে সরকার গঠনের পর আমরা হাল ধরেছি। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আামাদের লক্ষ্য।
আজ রবিবার বেলা সোয়া ১১টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের কৃষকরা অসাধ্য সাধন করেছিল। ১৯৯৮ সালে এতো বড় বন্যা আর হয় নাই। সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। আন্তর্জাতিকভাবে বলা হয়েছিল প্রায় ২ কোটি লোক মারা যাবে। কিন্তু তা হয় নাই। আমরা বীজ হেলিকপ্টারে করে পৌঁছে দিয়েছিলাম।
তিনি বলেন, আমাদের দেশের মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায় তার ব্যবস্থা করেছি। কৃষকদের আমরা সার, ভর্তুকি, কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি। কৃষিতে এখন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এটা আর পিছিয়ে নেই।