খাদিজার অবস্থা কিছুটা উন্নতির দিকে: চিকিৎসক
খাদিজা বেগম নার্গিস
অস্ত্রোপচারের ৯৬ ঘন্টা পর খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শনিবার দুপুরে স্কয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে খাদিজার চিকিৎসক ডাক্তার এ এম রেজাউস সাত্তার এই তথ্য জানান।
রেজাউল সাত্তার বলেন, খাদিজা কনসাস নয়। তবে ব্যথা দিলে রেসপন্স করছে। ব্যথা দিয়ে দেখেছি, তাকাচ্ছে। ডান হাত ও পা নাড়াচ্ছে।
চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের পর চোখ খুলতে পারছেন খাদিজা। তার ডান হাত এবং পা নড়ছে। তবে সার্বিক অবস্থা জানতে আরো দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
গত সোমবার সিলেটের এমসি কলেজে পরীক্ষা শেষে বাসায় ফিরছিলেন খাদিজা। এসময় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম তাকে কুপিয়ে আহত করে।