খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উতসব শুরু

08/02/2014 7:34 amViews: 4

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উতসব শুরু

খাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রশাসনিক কাঠামো হিসেবে আজ শনিবার খাগড়াছড়ি মং সার্কেলের দিন ব্যাপী ঐহিত্যবাহী রাজস্ব আদায়ী উতসব রাজপূন্যাহ। রাজপূণ্যাহর মূল আকর্ষণ খাগড়াছড়ি মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরীর  ঐহিত্যবাহী রাজস্ব আদায়।

 

বহুল প্রত্যাশিত ঐতিহ্যবাহী রাজ পূর্ণাহকে ঘিরে খাগড়াছড়িতে চলছে উতসবের আমেজ। মূলত এটি মারমা সম্প্রদায়ের অনুষ্ঠান হলেও উতসব ছড়িয়ে পড়েছে সকল সম্প্রদায়ের মধ্যে।

 

সকাল সাড়ে ১০টায়  খাগড়াছড়ি মং সার্কেলের চিফ সাচিংপ্রু চৌধুরী রাজপ্রথা অনুযায়ী ঐতিহ্যবাহী রাজকীয় পোষাক ও কোমরে স্বর্ণখচিত তলোয়ারসহ রাজবাড়ী প্রাঙ্গনে বিশেষভাবে নির্মিত মঞ্চে অতিথিদের নিয়ে  আগমন করবেন। এর পর খাগড়াছড়ি মং সার্কেলের ৮৮ জন হেডম্যান এবং ৭শ ৭৫ জন কারবারী ভূমি ও ফসলের উপর আদায় করা নির্ধারিত খাজনার একটি অংশ সার্কেল চিফ বা রাজার কাছে জমা দিবেন।

 

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা তিন সার্কেলের আওতায়। রাঙ্গামাটি চাকমা সার্কেল, বান্দরবান বোমাং সার্কেল আর খাগড়াছড়ি মং সার্কেল।

 

মূলত বাতসরিক রাজকর আদায়ের আনুষ্ঠানিকতাকে ঘিরে এই উতসব অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান চাইথোঅং মারমা,  খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার কাজী শামসুল ইসলাম পিএসসি, জেলা প্রশাসক মো.মাসুদ করিম ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: জয়নুল আবেদীন।

 

রাজপূর্ণাহ উতসব উদযাপন কমিটির আহবায়ক হিরণ জয় ত্রিপুরা জানান, মং সার্কেলের অষ্টম রাজা হিসেবে সাচিং প্রু চৌধুরীর এটি হবে চতুর্থ রাজ পূর্ণাহ উৎসব। এ উতসবে খাগড়াছড়ি মং সার্কেলের ১শ ২১ জন হেডম্যান (মৌজা প্রধান) এবং ১২শ কার্বারী (পাড়া প্রধান) আনুষ্ঠানিকভাবে জুম কর প্রদান করবেন।

Leave a Reply