খন্দকার মোশাররফ সিসিইউতে
খন্দকার মোশাররফ সিসিইউতে
০২ জুলাই ২০১৫,বৃহস্পতিবার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে বিএসএমএমইউতে আনা হয়। সারারাত তাকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়।
এরপর বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে হৃৎপিন্ডের সমস্যা ও ডায়াবেটিকস বেড়ে যাওয়ায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার নয়া দিগন্তকে জানান, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজল ব্যানার্জীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। বুধবার রাতে কারাগারে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসে।
উল্লেখ্য্য, ৬৯ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ গত ১০ মে কাশিমপুর কারাগাওে মাথাঘুওে বাথরুমে পওে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু সেসময় তাকে উন্নত চিকিতসার জন্য কারাকর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
খালেদার সাথে কামালাউদ্দিনের পরিবারের সাক্ষাত
এদিকে বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দখা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালাউদ্দিনের পরিবারের সদস্যরা। কামাল উদ্দিন ছয় মাসেরও বেশি সময় ধওে কারাগাওে আছেন। এমতাবস্থায় বিএনপি চেয়ারপারসনের সাথে তার গুলশান কার্যালয়ে দেখা করেছেন কামালের পরিবারের লোকজন। তাদেও মধ্যে ছিলেন- কামালের মাত সাহানা খানম চৌধুরী, স্ত্রী সালমা কামাল, ছেলে নাহিন মোস্তফা সোহান, ভাই রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি কামাল উদ্দিন গ্রেফতার হন। দ্রুত বিচার আইনে বিস্ফোরকদ্রব্য সহ তার বিরুদ্ধে মোট চল্লিশটি মামলা রয়েছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।