খন্দকার মোশাররফের জামিন স্থগিত

27/08/2015 12:28 pmViews: 8
খন্দকার মোশাররফের জামিন স্থগিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে মুদ্রা পাচার মামলায় দেয়া হাই কোর্টের জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।

আদেশে দুই সপ্তাহের মধ্যে দুদককে লিভ টু আপিল করতে বলা হয়। এর ফলে খন্দকার মোশাররফ আপাতত মুক্তি পাচ্ছেন না।

এ তথ্য নিশ্চিত করেচেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

এছাড়া খন্দকার মোশাররফ হোসেনের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ থেকেও একটি আবেদন করা হয়েছিল, যা শুনানির অপেক্ষায় আছে।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচারের অভিযোগে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে এই মামলা করে দুদক।

মামলা হওয়ার পর তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিলেও আপিল বিভাগ পরে তা বাতিল করে। এরপর গতবছর ১২ মার্চ গুলশানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গত বছর ২০ নভেম্বর ঢাকার বিশেষ দায়রা জজ আদালত এ মামলায় খন্দকার মোশাররফের জামিন নাকচ করে। ওই আদেশের বিরুদ্ধে ৯ ডিসেম্বর হাইকোর্টে আপিল করেন তিনি। যার ওপর শুনানি শেষে হাইকোর্ট গত ১৯ অগাস্ট শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন।

দুদকের আইনজীবী ওই জামিনের আদেশ স্থগিতের জন্য পরদিন চেম্বার আদালতে আবেদন করলে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

এর ধারাবাহিকতায় বিষয়টি বৃহস্পতিবার আপিল বেঞ্চে ওঠে। দুদকের পক্ষে সেখানে শুনানি করেন খুরশীদ আলম খান। খন্দকার মোশাররফের পক্ষে ছিলেন নিতাই রায় চৌধুরী।

Leave a Reply