খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ রবিবার
প্রতিবেদক : সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম এই অভিযোগ এনেছেন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ শুনানি শেষে তার বিরুদ্ধে এ বিষয়ে আদেশের জন্য আগামী রবিববার দিন ধার্য করা হয়েছে।
শুনানিতে জেয়াদ আল মালুম বলেন, ১ অক্টোবর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব বলেন, জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার হবে…আর যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত ছিল ইনশা আল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।