খন্দকার মাহবুবকে শো’কজ নোটিশ

06/10/2013 9:49 amViews: 8

khondokar mahbubরতিবেদক: বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে আগামী ২১ অক্টোবরের মধ্যে সে রুলের জবাব দিতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের মামলার রায় সর্ম্পকে বিরুপ মন্তব্যের কারণে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টার বিরুদ্ধে এ রুল জারি করা হয়েছে।

গত বৃহস্পতিবার খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে তাকে নোটিশ জারির আবেদনটি করেন ট্রাইব্যুনালের প্রসিকিউসন খন্দকার জেয়াদ আল মালুম।

একইসঙ্গে খন্দকার মাহবুব হোসেনকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তার কোনো বক্তব্য থাকলে তা ব্যাখ্যা দেওয়ার বিষয়ে আদেশ প্রদানেরও আবেদন করা হয়েছে।

গত মঙ্গলবার সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের পর এক সংবাদ সম্মেলনে এ বিচারকে ‘প্রহসনের বিচার’ উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার হুমকি দেন খন্দকার মাহবুব হোসেন।

প্রসিকিউটর বলেন, এ ধরনের বক্তব্যের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ট্রাইব্যুনালের কার্যক্রম এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থাকে বিতর্কিত করার পাশাপাশি এ বিচারের সঙ্গে জড়িতদের নিরাপত্তাকে হুমকির মুখোমুখি করা।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

Leave a Reply