এক বাড়িতে আলিয়া-সিদ্ধার্থের বসবাস
এক বাড়িতে আলিয়া-সিদ্ধার্থের বসবাস
গুঞ্জনটা অনেক দিনের। বলিউড প্রেমিকযুগল আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা একসঙ্গেই থাকছেন। তবে যতবারই বিষয়টি নিয়ে মিডিয়ার মুখোমুখি হয়েছেন ততবারই অস্বীকার করে গেছেন তারা। শুধু তাই নয়, সিদ্ধার্থের সঙ্গে প্রেম করার পর কখনও স্বীকার করতে চাননি আলিয়া। অবশ্য, জীবনসঙ্গী নিয়ে অনেকটা দোটানায় ছিলেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত এ তারকা। বলিউডে হালের একাধিক নায়কের সঙ্গে প্রেম করতে চেয়েছেন বলেও গুজব ছড়ায়। এদিকে নিজেকে উজাড় করে ভালবেসে চলেছেন সিদ্ধার্থ। আলিয়াকেই তার জীবনসঙ্গিনী করবেন। তাই আর দেরি না করে প্রেমিকাকে আপন করে নেয়ার চেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন। আর সেখানে অনেকটা সফলও হয়েছেন এ অভিনেতা। এর প্রমাণ মিলেছে যখন তাদের একই বাড়িতে বাস করার খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি আরও বেশি নিশ্চিত হয় বলিউডের আরেক অভিনেতা বরুণ দেওয়ানের মাধ্যমে। তিনি একটি গণমাধ্যমে বলেছেন, আলিয়া ও সিদ্ধার্থ একই বাড়িতে অনেকদিন যাবৎ থাকছেন। তাদের মধ্যে সব বোঝাপড়া হয়ে গেছে। বিষয়টি অনেক চাপা দেয়ার চেষ্টা করেছিল দুজনই। কিন্তু সবার মুখ তো আর বন্ধ করা যায় না। আমি সবই জানি। শুরু থেকে এখন পর্যন্ত যা যা ঘটে গেছে। তবে বিয়ে ছাড়া একসঙ্গে বাস করার ব্যাপারটি কিছুতেই মানতে পারছেন না বলিউডবোদ্ধারা। সমালোচকরা বলছেন, মহেষ ভাটের মতো একজন গুণী নির্মাতার মেয়ে হয়ে আলিয়ার এ ধরনের কাজ করা মোটেও ঠিক হচ্ছে না। অবশ্য এতকিছু খোলাসা হওয়ার পর এ ব্যাপারে তাদের কাছে জানতে চাওয়া হলে আলিয়া কিংবা সিদ্ধার্থ কেউই মন্তব্য করতে রাজি হননি।