ক্ষোভে অবসর নিয়ে ফেললেন মেসি
ক্ষোভে অবসর নিয়ে ফেললেন মেসি
ক্ষোভে-দুঃখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ফেললেন লিওলেন মেসি। কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে আজ তার দল আর্জেন্টিনা টাইব্রেকারে ৪-২ গোলে হারের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এই নিয়ে বড় টানা তিন টুর্নামেন্টের ফাইনালে হারলো আর্জেন্টিনা। আর এবার কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকার শট থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। এতে ম্যাচ শেষে হাপুস নয়নে কাঁদেন বার্সেলোনার এ স্ট্রাইকার। এতে ম্যাচ শেষে নিজের ওপর রাগে-ক্ষোভে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানিয়ে দিলেন ২৯ বছর বয়সী এ স্ট্রাইকার। বলেন, ‘জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ। শুধু এবার নয়, এই নিয়ে চারবার ফাইনালে আমি ব্যর্থ হলাম। এ কারণেই আমি এই সিদ্ধান্ত নিলাম। আমি এই শিরোপা অনেক বেশি চাইছিলাম। কিন্তু পারলাম না। আমি যা পারি তার সবটাই জাতীয় দলের জন্য করেছি। কিন্তু একটা দুঃখ নিয়েই আমাকে আন্তর্জাতিক ফুটবল ছাড়তে হচ্ছে- আমি চ্যাম্পিয়ন হতে পারলাম না।’