ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য দ. কোরিয়াকে ১ বিলিয়ন ডলার দিতে হবে: ট্রাম্প

28/04/2017 5:59 pmViews: 7
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য দ. কোরিয়াকে ১ বিলিয়ন ডলার দিতে হবে: ট্রাম্প

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য দ. কোরিয়াকে ১ বিলিয়ন ডলার দিতে হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিকে ‘ভয়ানক’ উল্লেখ করে বলেছেন, তিনি এই চুক্তিকে পুনর্বিবেচনা বা বন্ধ করে দেবেন। এছাড়াও দেশটিতে মার্কিন থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার খরচবাবদ ১ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে বলেও মন্তব্য করনে তিনি।
রয়টার্সের সঙ্গে আলাপকালে দক্ষিণ কোরিয়া সঙ্গে ‘পাঁচ বছরের পুরনো বাণিজ্য চুক্তিকে ‘অগ্রহণযোগ্য’ অভিহিত করে ট্রাম্প আরো বলেন,  তার প্রশাসন উত্তর আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) এর আওতায় কানাডা ও মেক্সিকোতে পুনর্বিনিয়োগের চিন্তা করবে।
‘এটা অগ্রহণযোগ্য, এটি হিলারি দ্বারা তৈরি একটি ভয়ঙ্কর চুক্তি’ উল্লেখ করে রিপাবলিকান এই নেতা আরো বলেন, এই ভয়ঙ্কর চুক্তিকে আমরা যেকোনো সময়েই পুনর্বিবেচনা করে অথবা তা বাতিল করে দিবো। তবে দক্ষিণ কোরিয়া-মার্কিন এই চুক্তিকে নিজে বাতিল করে দেয়ার পক্ষেই সায় দিলেন ট্রাম্প। ‘খুব শীঘ্রই আমি এটিকে বাতিলের ঘোষণা করছি’ বলেও মন্তব্য করেন তিনি।
আলাপকালে ট্রাম্প আরো বলেন, ‘আমি দক্ষিণ কোরিয়াকে বলেছি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েনের খরচ তাদেরই দেওয়া উচিত। এর খরচ প্রায় ১ বিলিয়ন ডলার। এটা অসাধারণ, আকাশ থেকে ক্ষেপণাস্ত্র ফেলে দেয়।’
তবে দক্ষিণ কোরিয়ার আসন্ন নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থী মুন জা ইনের এক মুখপাত্র জানান, ট্রাম্পের এ পরামর্শ রক্ষা করা অসম্ভব। কারণ মার্কিন সেনাবাহিনীই এটি পরিচালনা করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাবেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন কর্পোরেশনের তৈরি ওই থাড সিস্টেমের মূল্য প্রায় ১.২ বিলিয়ন ডলার। তবে মার্কিন কর্তৃপক্ষ তা দক্ষিণ কোরিয়ার কাছে বিক্রি করবে না বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত বুধবার সকালে সামরিক যানে করে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আড়াই শ কিলোমিটার দক্ষিণের একটি গলফ কোর্সে নিয়ে যাওয়া হয় থাডের প্রয়োজনীয় সরঞ্জাম। পরে সেখানেই স্থাপন করা হয় এই প্রতিরক্ষাব্যবস্থা। থাড হচ্ছে টিএইচএএডি বা ‘টার্মিনাল হাই-অলটিচিউড এরিয়া ডিফেন্স’ কথাটির সংক্ষেপ। শত্রু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার একটি ব্যবস্থা এটি। তবে এটিকে এ বছরের শেষের আগে ব্যবহার করা হবে না বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম পরিবহণকালে স্থানীয় কয়েকশ বাসিন্দা বিক্ষোভ করেন। এছাড়া চীনও হুশিয়ারি উচ্চারণ করে বলছে, থাড এই অঞ্চলের নিরাপত্তাকে অস্থিতিশীল করে তুলবে। বিবিসি।

Leave a Reply