ক্ষমতা হাতছাড়া করতে চান না কেউ
ক্ষমতা হাতছাড়া করতে চান না কেউ
স্থপতি মোবাশ্বের হোসেন বলেছেন, সিটি করপোরেশনের মেয়রের হাতে যদি ক্ষমতা যথাযথভাবে থাকত তবে ঢাকাতে প্রধানমন্ত্রীর চেয়ে মেয়র বেশি ক্ষমতাবান হতেন। মেয়রের হাতে যদি ক্ষমতা চলে যায় তবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক দুরবস্থার মধ্যে থাকবেন। তাই এটি করে কেউ ক্ষমতা হাতছাড়া করতে চান না। বেসরকারি টেলিভিশন একুশে টিভিতে একুশের রাত শীর্ষক টকশোতে তিনি এ কথা বলেন। মঞ্জুরুল আলম পান্নার সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোহাব্বাত খান, নগর পরিকল্পনাবিদ খন্দকার আনসার হোসেন। মোবাশ্বের হোসেন বলেন, রাস্তায় লাইট লাগানোর দায়িত্ব সিটি করপোরেশনের। কিন্তু লাইটপোস্ট কোথায় হবে এটি মেয়র নির্ধারণ করতে পারেন না। তারগুলো কোনপথে যাবে এটিও তার ক্ষমতার মধ্যে নেই।