ক্ষমতা ছাড়ছেন খোমেনি!
ক্ষমতা ছাড়ছেন খোমেনি!
স্বাস্থ্যগত কারণে নিজের ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি । ইরানের সাংবাদিক মোমাহাদ আহওয়াজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে জেরুজালেম পোস্ট ।
একটি টুইট বার্তায় মোমাহাদ আহওয়াজে লেখেন, ৮১ বছর বয়সী নেতা আয়াতুল্লাহ খোমেনির স্বাস্থ্য নিয়ে শঙ্কিত ইরান। আর এ জন্যই তার ছেলে ৫১ বছর বয়সী
সাইয়্যেদ মোজতাবা হোসেইনি খোমেনির কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাইছেন আয়াতুল্লাহ খোমেনি।
এর আগে ইউরোপিয়ান গণমাধ্যমেও আয়াতুল্লাহ খোমেনির উত্তরসুরী হিসেবে মোজতাবার নাম উল্লেখ করা হয়েছিল। ২০০৯ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদনে মোজতাবাকে আয়াতুল্লাহ খোমেনির প্রহরী হিসেবেও উল্লেখ করা হয়।
তবে এটি এখনো স্পষ্টভাবে জানা যায়নি যে আয়াতুল্লাহ খোমেনি কী রোগে ভুগছেন। তবে ধারণা করা হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি।