ক্লাসে যেতে পারবে উইলসন স্কুলের দুই শিক্ষার্থী

29/03/2016 5:45 pmViews: 5
ক্লাসে যেতে পারবে উইলসন স্কুলের দুই শিক্ষার্থী
 
ক্লাসে যেতে পারবে উইলসন স্কুলের দুই শিক্ষার্থী
স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থী মালিহা মুসকান আহমেদ ও মানইউ আহমেদকে বহিস্কার করে স্কুল কর্তৃপক্ষের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে তাদের নিয়মিত শ্রেণিকক্ষে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও এ কে এম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
আদালত বলেছে, যে স্কুল এই ছোট ছোট শিক্ষার্থীদের সঙ্গে এই ধরনের আচরণ করতে পারে সেখানে কেন আপনারা তাদের ভর্তি করেন? তাদের কি বাচ্চাদের জন্য একটুও মায়া লাগে না? তাহলে এই স্কুলে পড়িয়ে লাভ কি? বহিস্কারের এই ঘটনা খুবই দুঃখজনক।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে এই দুই শিক্ষার্থীর বাবা মিনহাজ আহমেদ (শাফিল) বলেছিলেন, স্পোটর্স ভাল হয়েছে কিন্তু খেলার মাঠ খুবই ছোট। প্রজেক্ট ডিরেক্টর এম এ রউফকে এই কথা বলায় স্কুল কর্তৃপক্ষ ঐ শিক্ষার্থীদের বহিস্কার করে। এই আদেশ চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন মিনহাজ আহমেদ।
আবেদনের পক্ষে অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূইয়াও ব্যারস্টিার মনিরুজ্জামান আসাদ শুনানি করেন। শুনানি শেষে আদালত রুল জারি করে অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।

Leave a Reply