ক্রুইফকে ভুল প্রমাণ করলেন নেইমার

13/05/2015 7:16 pmViews: 3

ক্রুইফকে ভুল প্রমাণ করলেন নেইমার

নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফের ধারণা ভুল প্রমাণ করলেন নেইমার। দুই মওসুম আগে নেইমার যখন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন তখন তার ভবিষ্যত অন্ধকার দেখেন এই ডাচ্। লিওনেল মেসির ছায়ায় নেইমার ঢাকা পড়বেন বলে ক্রুইফ তখন ভবিষ্যতবাণী করেন। বার্সেলোনার এ কিংবদন্তি স্পষ্ট করে বলেন, ‘এক জাহাজে দুই ক্যাপ্টেন থাকতে পারে না। বার্সেলোনায় যোগ দেয়া নেইমারের ভুল হয়েছে।’ কিন্তু দুই বছরের ব্যবধানে ক্রুইফের ধারণা ভুল প্রমাণ করলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। দুই মওসুমে তিনি বার্সেলোনার হয়ে ৮৪ ম্যাচে করেছেন ৫২ গোল। যা যে কোন স্ট্রাইকারের জন্য ঈর্ষণীয়। আর চলতি মওসুমে ৪৭ ম্যাচে তার গোল ৩৭। কাতালানদের হয়ে সর্বশেষ তিনি অপ্রতিরোধ্য নৈপুণ্য দেখাচ্ছেন। ক্লাবের হয়ে শেষ সাত ম্যাচেই (৯ গোল) তিনি গোল করেছেন। সর্বশেষ ম্যাচেও ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে সেমিফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে করেছেন জোড়া গোল। বার্সেলোনার আক্রমণভাগের অন্য দুই সেনানিÑ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে ইতিহাস গড়ার পথে তিনি। চলতি মওসুমে ‘এমএসএন’ নামে পরিচিত এই তিন তারকা মিলে করেছেন ১১৪ গোল। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ডত্রয় ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গঞ্জালো হিগুয়েনের ২০১২ সালে গড়া রেকর্ড ছুতে তাদের প্রয়োজন আর মাত্র ৪ গোল। সেবার তারা তিনজন মিলে করেন ১১৮ গোল।
অবশ্য নেইমারের এমন টানা নৈপুণ্যে এখন সূর কিছুটা পাল্টেছেন ৬৮ বছর বয়সী ইয়োহান ক্রুইফ। তিনি ক’দিন আগে বললেন, ‘মেসির কাছ থেকে কিভাবে শিখতে হয় তা নেইমার ভালকরে দর্শকদের দেখাচ্ছেন।’

 

 

Leave a Reply