ক্রিকেট দিয়ে মুসলিমদের ভাবমূর্তি ফেরাতে চান অস্ট্রেলিয়ার ফাওয়াদ

01/06/2015 8:19 pmViews: 8

ক্রিকেট দিয়ে মুসলিমদের ভাবমূর্তি ফেরাতে চান অস্ট্রেলিয়ার ফাওয়াদ

 

খেলা ও আচরণের মাধ্যমে বিশ্ববাসীর সামনে ইসলাম ধর্মের প্রকৃত স্বরূপ তুলে ধরতে চান ফাওয়াদ আহমেদ। ইসলাম ও সন্ত্রাস কখনও এক নয় এটা প্রমাণ করতে চান তিনি। এমন কি বিশ্বের মুসলমানদের আদর্শ মডেল হতে চান পাকিস্তানে জন্ম নেয়া অস্ট্রেলিয়ার এ স্পিনার। সন্ত্রাসীদের হুমকিতেই দেশ ছেড়েছিলেন এক সময়। ক্রিকেটের কারণেই তাকে টার্গেটে রাখে সন্ত্রাসীরা। জীবনের শঙ্কায় পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এখন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলে নিয়মিত হতে যাচ্ছেন। তিন ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন ফাওয়াদ আহমেদ। ৩ জুন ওয়েস্ট ইন্ডিজিরে বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হতে যাচ্ছে। ওই ম্যাচে পাকিস্তানে জন্ম নেয়া এ স্পিনার টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেকের স্বপ্ন পূরণের আগে নিজের মনের কথা খুলে বললেন ৩৩ বছল বয়সী এ খেলোয়াড়। বলেন, ‘আমি বিশ্বের সব মুসলিমের আদর্শ হতে চাই। শুধু খেলার মাধ্যমে নয়, ইসলাম ধর্মের মূল বিশ্বাস ও আচরণ দিয়ে এটা প্রমাণ করতে চাই।’ ২০১০ সালে সাকে রাজনৈতিক আশ্রয় দেয় অস্ট্রেলিয়া। এরপর ২০১৩ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে তার অভিষেক হয়। এখন নিয়মিত অস্ট্রেলিয়া দলে খেলে মুসলিমদের সঙ্গে বেশি বেশি মিশতে চান তিনি। অস্ট্রেলিয়ার বিভিন্ন কমিউনিটির মধ্যে মুসলিম ও ইসলাম সম্পর্কে যে ভুল ধারনা আছে সেগুলে দূর করতে চান তিনি। বলেন, ‘আমি আরও বেশি বেশি অমুসলিমদের সঙ্গে মিশতে চাই। মুসলিমদের সম্পর্কে তাদেরকে প্রকৃত বার্তা দিতে চাই। আমরা যে স্বাভাবিকভাবে অন্য যে কোন গোষ্ঠির সঙ্গে বাস করতে পারি এবং এতে কোন অসুবিধা হয় না এটা বুঝাতে চাই।’ বিশ্বের মাত্র কয়েক হাজার ‘মুসলিম সন্ত্রাসী’দের জন্য কয়েক বিলিয়ন মুসলিম দুর্নামের শিকার হচ্ছেন বলে মনে করেন তিনি। এতে অন্য গোষ্ঠির মানুষ ঢালাওভাবে মুসলিমদের দোষারোপ করছে বলে মনে করেন তিনি। বলেন, ‘বিশ্বে প্রায় ১.৭ বিলিয়ন মুসলিম বাস করে। এরমধ্যে মাত্র কয়েক হাজার সন্ত্রাসী কর্মকা-ে জড়িত। আমি ওই ১.৭ মিলিয়ন মুসলিমের প্রতিনিধি হতে চাই। আমি তাদের আদর্শ হতে চাই। আর এ জন্য মনে করে বেশি বেশি অমুসলিমদের সঙ্গে আমার মেশা উচিৎ। এটা আমার দায়িত্ব। অস্ট্রেলিয়ার অনেকে মুসলিমদের নিয়ে বিরূপ ধারণা পোষণ করে। কিন্তু তাদের ভুল আমি ভাঙতে চাই।’ পাকিস্তানে জন্ম হয়েও অস্ট্রেলিয়ায় বসবাস করে গর্বিত ফাওয়াদ। বলেন, ‘আমি অস্ট্রেলিয়ার মত দেশে বসবাস করে গর্বিত। আর অস্ট্রেলিয়ার ক্রিকেট দলে অবদান রাখতে পেরে অনেক খুশি।’
লাহো শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসের ওপর সন্ত্রাসী হামলার পর ৬ বছর বাদে নিজ জন্মভূমি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় খুশি ফাওয়াদ। বলেন, ‘পাকিস্তানে জিম্বাবুয়ে দল সফর করায় খুবই ভাল লাগছে। এতে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত ভাল হতে পারে। আমা করছি, অন্য দলগুলোও পাকিস্তানে সফর করবে।’
ফাওয়াদ আহমেদ ১৯৮২ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের খায়বার-পাখতুনওয়া এলাকায় জন্মগ্রহণ করেন। রাজনৈনিত আশ্রয় নিয়ে এখন বাস করেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে।

Leave a Reply