কোম্পানীগঞ্জে নৌকা ডুবি, আরও ২ লাশ উদ্ধার
ফাইল ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ থাকা আরও দুই মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এ নিয়ে তিনজনের লাশ পাওয়া গেছে।
আজ শুক্রবার সকালে ফেনী নদী থেকে রাবিতা (১২) ও ফাতেমার (১৪) লাশ উদ্ধার করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি।
বুধবার বিকালে উপজেলার মুছাপুর পর্যটন এলাকার ছোট ফেনী নদীতে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। সেদিন কামরুন নেছা ফেন্সী (২৮) নামে একজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
ওসি বলেন, আজ সকালে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা মুছাপুর পর্যটন এলাকা থেকে চার কিলোমিটার দক্ষিণে ছোট ফেনী নদী থেকে রাবিতা ও ফাতেমার ভাসমান লাশ উদ্ধার করে।
রাবিতা সৈয়দ আজগর আলী দাখিল মাদ্রাসার শিক্ষক নুরুল আনোয়ারের মেয়ে। ফাতেমা চরফকিরা গ্রামের আবুল কালামের মেয়ে।
লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।