কোভিড-১৯ নিয়ে সরকার জনগণকে সর্ম্পূণভাবে বিভ্রান্ত ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছে, অভিযোগ মির্জা ফখরুলের
কোভিড-১৯ নিয়ে সরকার জনগণকে সর্ম্পূণভাবে বিভ্রান্ত ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছে, অভিযোগ মির্জা ফখরুলের
নিন্ম আয়ের মানুষকে সরকারিভাবে বিশেষ ভাতা দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব । তিনি আরো বলেন, সরকার অমার্জনীয় অপরাধ করেছে। এটা মার্জনা করা যায় না। এই অপরাধের জন্য তাদেরকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, চরম এই অবস্থার মধ্যে পরীক্ষা করার জায়গা মাত্র এক জায়গায় যা অসম্ভব। আমরা মনে করি কমপক্ষে প্রতিটি জেলায় এই পরীক্ষা করতে হবে। এছাড়া ঢাকার প্রতিটি হাসপাতালে এই পরীক্ষা করার ব্যবস্থা থাকতে হবে। যারা চিকিৎসা করবেন তাদের উপযুক্ত ট্রেনিং প্রয়োজন।
বর্তমান সরকারের সঙ্গে জনগণের কোনো সর্ম্পক নেই। জনগণের সমস্যাগুলো তারা কখনো সমস্যা বলে মনে করে না। তারা বিষয়টিকে সর্ম্পূণ এড়িয়ে গিয়ে তারা উদাসিন ও অবহেলা করে অন্য বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন। বারবার বলা হয়েছে যারার আক্রান্ত দেশ থেকে আসবেন তাদেরকে পরীক্ষা করা সবচেয়ে বড় প্রয়োজন।
তিনি আরো বলেন, বিমানবন্দরসহ সকল বন্দরের পরীক্ষা করারটা প্রয়োজন ছিলো। কিন্তু এই দূভাগ্যজনকভাবে এই ব্যবস্থা ছিলো অপ্রতুল। কোনো কোনো ক্ষেত্রে ছিলোই না। ৬ লাখ ৫৫ হাজার প্রবাসী দেশে এসেছেন। তারা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছেন। আইডিসিআরের মাধ্যেমে এ সর্ম্পকিত তথ্য আমরা পাচ্ছি।
মির্জা ফখরুল বলেন, আমরা যেভাবে খবর পাচ্ছি এটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। আমরা সরকারের সর্ম্পূণ সীমাহীন অবহেলা ও দায়িত্বহীন অবস্থা দেখছি। তারা যে কতটা দায়িত্বহীন তা আমরা মন্ত্রীদের কথা থেকে বুঝতে পারছি। ভাইরাসটি সামাজিকভাবে ছড়িয়ে পড়া শুরু করেছে।
শনিবার রাতে গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব একথা বলেন।