কোভিট ১৯ টিকা দান কর্মসূচি শুরু: ঢাকা উওর সিটি করপোরেশন ২৬নং ওয়ার্ড এর তত্ত্বাবধানে তেজগাঁও মডেল হাই স্কুলে টিকাদান কার্যক্রম কর্মসূচি শুরু।

07/08/2021 2:46 pmViews: 33

নিজস্ব প্রতিবেদকঃ মাননীয় প্রধান মন্ত্রীর উপহার কোভিট ১৯ টিকা প্রদান ঢাকা উওর সিটি করপোরেশন ২৬নং ওয়ার্ড এর তত্ত্বাবধানে তেজগাঁও মডেল হাই স্কুলে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সকাল হতে তেজগাঁও মডেল হাই স্কুলে সাধারন মানুষকে আগ্রহের সাথে টিকা দেওয়ার জন্য লাইনে দাড়াতে দেখা যায়। এবং বেলা ১২টায় রিপোর্ট লেখা পর্যন্ত দীর্ঘ লাইন দেখা যায়। দীর্ঘ লাইনে দাড়িয়ে কষ্ট হলেও টিকা দিতে পেড়ে মানুষ স্বস্থি বোধ করে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকাল ৯টায় ১৫ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেয়া শুরু হয়। কর্মসূচি ২২ আগস্ট পর্যন্ত চলবে। টিকা দেয়া হবে ৩২ লাখ মানুষকে।

দেশজুড়ে শুরু হওয়া এই কর্মসূচি সিটি কর্পোরেশন এলাকায় চলবে ৯ অগাস্ট পর্যন্ত। এছাড়া প্রথমদিন বাদ পড়া ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের ওয়ার্ডে টিকা দেয়া হবে ৮ ও ৯ অগাস্ট।

৮ ও ৯ অগাস্ট টিকা দেয়া হবে দুর্গম ও প্রত্যন্ত এলাকায়। আর ১০ থেকে ১২ অগাস্ট ৫৫ বছরের বেশি বয়সী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে টিকা কর্মসূচি চলবে।

উক্ত টিকাদান কার্যক্রমে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান উপস্হিত থেকে টিকাদান কর্মসুচি পরিচালনা করেন উক্ত কর্মসুচিতে আরো উপস্হিত ছিলেন ২৬,২৭.২৮নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিল হামিদা আক্তার মিতা,তেজগাও থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন,তেজগাও মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক জামাল হোসেন. আঞ্চলিক সহকারি স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফিরুজ আলম তেজগাঁও থানা আওয়ামীলীগ এর প্রচার সম্পাদক গোলাম রসুল তেজগাঁও থানা আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ রনি তেজগাঁও মডেল হাই স্কুল এর পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমান শিক্ষক প্রতিনিধি আব্দুস শহিদ ছাত্রলীগ, যুবলীগ এর নেতৃবৃন্দ।

Leave a Reply