‘কোন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আগাম তথ্য দেয়নি’
‘কোন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আগাম তথ্য দেয়নি’
বিদেশীদের ওপর হামলার আশঙ্কার বিষয়ে বাংলাদেশ সরকারকে আগেই সতর্ক করা হয়েছিল- বিদেশি কূটনীতিকদের এমন দাবি নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সরকারকে আগাম কোন তথ্য দেয়নি। সকালে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে তদন্ত করে দেখছে। আমি ও পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কূটনীতিক ও প্রতিনিধিদের বিষয়টি অবহিত করেছি।
এর আগে ডিক্যাব টকে অংশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট জানিয়েছিলেন, বিদেশীদের ওপর আক্রমনের বিষয়ে আগেই সরকারকে সতর্ক করা হয়েছিল।
গতকাল কূটনীতিকদের ব্রিফিংয়ের পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও সাংবাদিকদের জানান, বিদেশীদের ওপর আক্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল।
বাংলাদেশে বিদেশী নাগরিকদের ওপর আক্রমণের আশঙ্কায় অস্ট্রেলিয়া ঢাকা সফর বাতিল করে দেশটির ক্রিকেট বোর্ড। এ নিয়ে আলোচনা চলার মধ্যেই ঢাকায় ইতালিয়ান নাগরিক সিজার তাবেলা ও রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ দুই হত্যকা-ের পর বাংলাদেশে নাগরিকদের ভ্রমনে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়াসহ কয়েকটি দেশ। এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের খুঁজে বের করার তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।