‘কোনো দল নিষিদ্ধে এখনো আলোচনা হয়নি’
 যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার বা আওয়ামী লীগে এখনো কোনো আলোচনা হয়নি। রবিবার সকালে রাজধানীর গাবতলী বাসটার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি সেখানে প্রায় আধাঘণ্টা ধরে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো অনিয়ম হচ্ছে কি না সে বিষয়ে খোঁজ নেন।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার বা আওয়ামী লীগে এখনো কোনো আলোচনা হয়নি। রবিবার সকালে রাজধানীর গাবতলী বাসটার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি সেখানে প্রায় আধাঘণ্টা ধরে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো অনিয়ম হচ্ছে কি না সে বিষয়ে খোঁজ নেন।
ওবায়দুল কাদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, তিনি সরকার ও দলের মুখপাত্র। হাইকমান্ডের সঙ্গে আলাপ করেই তিনি ওই বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, ঘরমুখো যাত্রীরা যানজটে পড়বে বলে মনে করি না। এবার সড়কগুলো যান চলাচলের উপযোগী।
 
 
















