কোটিপতি কুকুর

13/01/2014 10:46 pmViews: 11
এক মার্কিনির কাছ থেকে বেলারুশের ছোট্ট একটি গ্রামের এক কুকুর উত্তরাধিকার সূত্রে ১০ লাখ ডলারের (প্রায় ৮ কোটি টাকা) মালিক হয়েছে।
১০ বছর বয়সী জুলিক নামের ওই কুকুরটি প্রয়াত জন ফয়োদোরোভের কাছ থেকে এই বিপুল অর্থ পেয়েছে। ফয়োদোরোভ বেলারুশের বুদোচকা গ্রামে জন্মেছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। জুলিকের মালিক ভাসিলি পোটাপোভ জানান, ফয়োদোরোভ ২০০৭ সালে তার জন্মভূমির সেই গ্রামটিতে বেড়াতে যান এবং বলেন, ওই কুকুরটিকে দেখে তার পোষা কুকুরটির কথা মনে পড়ে গেছে। ভ্যালেট নামের ওই কুকুরটি পঞ্চাশের দশকে মারা যায়। অসুস্থ হয়ে কুকুরটি মারা গেলেও ফয়োদোরোভ তার প্রিয় সেই বন্ধুটির কথা ভুলতে পারেননি।
বেলারুশের আইনজীবী মারিয়া প্রোটাসেন্য জানান, জুলিকের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল তাতে বর্তমানে ৯ লাখ ৯৩ হাজার ৭০০ ডলার জমা আছে।
ফয়োদোরোভের অন্তিম ইচ্ছা অনুসারে কুকুরটিকে বর্তমানে একটি সুপরিসর রুমে রাখা হচ্ছে। তাকে দেয়া হয়েছে একটি প্লাজমা টিভি। প্রতিদিন তাকে তিনবেলা সুষম খাবার দেয়া হয়, যার মধ্যে আধা কেজি মাংস থাকে । তাকে নির্মল বাতাসে পায়চারী করানো হয়। আছে দু’বেলা গোসলের ব্যবস্থা।
শুধু তাই নয়, জুলিকের জন্য বছরে একবার বিশ্বের যে কোনো দেশে ভ্রমণের ব্যবস্থা করতে হবে। জুলিকের মালিক আশা করছেন, এবার জুলাইয়ে সে প্যারিস সফরে যাবে।

Leave a Reply