কোনো বিএনপি নেতার বিরুদ্ধে প্রথম রায়: বিএনপির প্রতিক্রিয়া দেখার জন্য উন্মুখ জনগণ
ডেস্ক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামীকাল মঙ্গলবার রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেন। এই প্রথম বিএনপির কোনো নেতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হতে যাচ্ছে। এছাড়াও বিএনপির আরেক নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। যেকোনো দিন তার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে।
এদিকে এই রায়ের পর বিএনপির প্রতিক্রিয়া কি হবে; তা দেখার জন্য উন্মুখ হয়ে আছে দেশের সাধারণ জনগণ। বিএনপি কি মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত নেতাকে সমর্থন দেবে, না যুদ্ধাপরাধীর বিচারের বিরুদ্ধে অবস্থান নেবে? এ পর্যন্ত ঘোষিত সবগুলো রায়ের আগে হরতাল আহ্বান করেছে জামায়াতে ইসলামী। বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, এ বিষয়ে দলটি বেশ সর্তক অবস্থান থেকে সিদ্ধান্ত নেবে।
২০১০ সালের ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের বিচারে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর এখন পর্যন্ত ছয়টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল-১ থেকে দুটি ও ট্রাইব্যুনাল-২ থেকে চারটি মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে জামায়াতে ইসলামীর বহিস্কৃত রুকন পলাতক আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী ও সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড হয়েছে। আর জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের ৯০ বছর ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তবে গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছে।