কেশবপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আ’লীগ কর্মী গুলিবিদ্ধ

25/07/2013 8:27 pmViews: 19

Jessore-sm20130725124756যশোর: যশোরের কেশবপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে পথচারী আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চিংড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মী বজলুর রহমান সাগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের ভাই। তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চিংড়া বাজারে বিএনপির উপজেলা শাখা সভাপতি আবুল হোসেন আজাদ ও পৌর শাখা সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

আব্দুস সামাদ বিশ্বাসের সমর্থক জালিম হোসেন উপজেলা সভাপতি আবুল হোসেন আজাদ সম্পর্কে কটুক্তি করেন। এতে ক্ষুব্ধ হয়ে আজাদ সমর্থকরা তাকে মারধর করেন।

পরে তারা জোটবদ্ধ হয়ে সামাদ বিশ্বাসের অপর সমর্থক মোস্তফার বাড়িতে হামলা চালান। এসময় মোস্তফা তার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে গুলি ছুঁড়লে পথচারী আওয়ামী লীগ কর্মী বজলুর রহমান গুলিবিদ্ধ হন।

সংঘর্ষে জালিম হোসেন ছাড়াও বিএনপির আরও দুইজন কর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুরো ঘটনার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Leave a Reply