কেন্দ্র দখল করে সিল মারার উৎসব: রিজভী

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা কেন্দ্র দখল করে নৌকায় সিল মারার মহোৎসব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ভোট গ্রহণ শুরুর আগ থেকেই জাল ভোট দিয়ে বাক্স ভরে ফেলছে আওয়ামী লীগের সমর্থকরা। তারা বিএনপি এজেন্টেদের বের করে দিয়ে নৌকায় সিল মারছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
ঝালকাঠি, ভোলা, বরগুনা, গাজীপুরের শ্রীপুর, নড়াইলের কালিয়া, ফেনী, নাটোর, জামালপুর, মৌলভীবাজার, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরগুনা, ভোলা, চট্টগ্রামসহ ২২টি জেলার নাম উল্লেখ করে রিজভী বলেন, বিভিন্ন পৌরসভায় ক্ষমতাশীনরা প্রকাশ্যে নৌকায় সিল মারছে। এসব কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হচ্ছে।
তিনি বলেন, আগ থেকেই কেন্দ্র দখল, প্রকাশ্যে সিল মারা ও বিএনপি এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার আশঙ্কা প্রকাশ করেছিলাম। ভোটের দিন দিবাগত রাত থেকেই সেই আশঙ্কা বাস্তবে রুপ নিয়েছে।
দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে কর্তব্যরত সংবাদকর্মী আটকের ঘটনায় সরকার ও প্রশাসনের সমালোচনা করে রিজভী বলেন, ক্ষমতাসীনদের কাছে অনেক স্থানে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা অসহায় হয়ে পড়েছেন।
এসময় সংবাদকর্মী আটক ও তাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এটি সরকারের অভ্যাস।