কেনিয়ায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১১
ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার বিবিসি জানায়, বাসটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি এসে ধাক্কা দিলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ১১ জনের প্রাণহানি ঘটে এবং ৩৪ জন আহত হয়।
কেনিয়ার রেড ক্রস জানায়, এ দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহতদের কেনিয়ার তিনটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৭ জনকে বিশেষ চিকিত্সা সেবা দেওয়া হচ্ছে।
নাইরোবি পুলিশ প্রধান বেনসন কিবুই জানান, ট্রেনটি দ্রুতবেগে আসার সময় বাসটি রেললাইন পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
এএফপির এক ফটোগ্রাফার জানান, দ্রুতগামী ট্রেনটি বাসের মধ্যে ঢুকে গেছে। প্রত্যক্ষদর্শী একজন জানায়, এ ঘটনায় ট্রেনের চালক বেঁচে গেছেন।
কেনিয়ার রেলক্রসিংগুলোতে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকার কারণে দেশটিতে এরকম দুর্ঘটনা হরহামেশায় ঘটতে থাকে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।