কেজরিওয়াল শপথ নিলেন
নতুন ইতিহাস সৃষ্টি করে ভারতের রাজধানী নয়াদিল্লির সপ্তম মূখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন দেশটির এক বছর বয়সী রাজনৈতিক দল আম আদমি পার্টির(আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আজ শনিবার দুপুর ১২টা ২ মিনিটে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজীব জঙ্গ ৪৫ বছর বয়সী কেজরিওয়ালকে শপথ বাক্য পাঠ করান। আর এর মধ্য দিয়ে দিল্লির শাসন ব্যবস্থায় নুতন এক অধ্যায়ের সূচনা হল।
দিল্লির বহুল আলোচিত রামলীলা ময়দানেই এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় রামলীলা ময়দান ৪০ হাজারেরও বেশি লোকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।এর আগে কেজরিওয়াল মেট্রোরেলে চড়ে শপথ নিতে দিল্লি আসেন। রাষ্ট্রীয় গাড়ি বহর ও নিরাপত্তা ছাড়াই নিতান্ত সাদামাটাভাবে এভাবে শপথ নিতে আসায় প্রথম দিনেই সবার নজর কাড়েন তিনি। শুধু তিনিই না, তার মন্ত্রিসভার সব সদস্যই রাষ্ট্রীয় নিরাপত্তা ছাড়াই এভাবে শপথ নিতে আসেন।
নিজ বাড়ি থেকে বের হওয়ার আগে শত শত সমর্থকের সামনে তিনি তার বক্তব্যে বলেন, দুর্ণীতির বিরুদ্ধে এখন থেকে আমাদের নতুন সংগ্রাস শুরু হল।শুধু তাই নয়, এ সংগ্রাম ক্ষুধা ও দারিদ্র্যের বিরদ্ধে।
তবে রামলীলা ময়দানে পৌছে এত লোক দেখবেন এটা বুঝি খোদ কেজরিওয়ালই ভাবতে পারেন নি। তিনি পৌছামাত্র ময়দানে হাজার হাজার লোক চিৎকার করে বলে ওঠেন, ‘আজকের মূখ্যমন্ত্রী, কালকের প্রধানমন্ত্রী আসছেন।’ আর এভাবেই তরা তাদের প্রিয় নেতাকে ময়দানে স্বাগত জানান। আর কেজরিওয়ালও হাসিমুখে হাত নেড়ে এর জবাব দেন।