কৃষকের ঈদ আনন্দ এবার ঝালকাঠিতে

08/10/2013 9:08 pmViews: 25

Krishoker-Eid-Ananda,-eidulপ্রতিবেদক : প্রতি ঈদের মতো এবারও নতুন তথ্য ও বিনোদনের সম্ভার নিয়ে আসছে চ্যানেল আইয়ের কৃষকের ঈদ আনন্দ। এবার অনুষ্ঠানটি ধারণে গুরুত্ব পেয়েছে দেশের দক্ষিণাঞ্চল। দেশের বাণিজ্যিক ও নৌযোগাযোগে এক সময়ের গুরুত্বপূর্ণ ও দ্বিতীয় কলকাতা খ্যাত ঝালকাঠি জেলার গাবখান খালের পাড়ে বসেছিল কৃষকের ক্রীড়া উত্সব। আর এই উত্সবের ভেতর দিয়েই অনুষ্ঠানের কৃষকের প্রাণের মানুষ শাইখ সিরাজ মালা গেঁথেছেন দক্ষিণের সব ঐতিহ্য সংস্কৃতি ও সমৃদ্ধির জায়গাগুলো নিয়ে। নতুন করে দর্শকদের সন্ধান দিয়েছেন আমাদের হারানো গৌরবের স্বর্ণালী ক্ষেত্রগুলোকে। দেশের সুউচ্চ গাবখান সেতু থেকে শুরু করে ঝালকাঠির কীর্তিপাশা নদীর ওপরের ভাসমান বাজার, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মভিটা, কবি জীবনানন্দ দাশের জন্মভূমি আর তার প্রিয় ধানসিঁড়ি নদী, কীর্তিপাশা জমিদার বাড়ি এলাকা, ঐতিহ্যবাহী গনি মিয়ার গামছাসহ ঝালকাঠি তথা দক্ষিণাঞ্চলের অনেক জানা-অজানা চিত্র উঠে আসবে এবারের কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানে। একইভাবে এবারের কৃষকের ঈদ আনন্দে সংযোজিত হয়েছে আকর্ষণীয় ও নতুন কিছু খেলাধুলা। তার মধ্যে রয়েছে শেরে বাংলার স্মৃতিধন্য ঝালকাঠির তরুণদের মধ্যে কিলিয়ে নারকেল ভাঙা প্রতিযোগিতা, তরুণ দম্পতিদের মধ্যে ঝুড়িতে পেয়ারা ছোড়া প্রতিযোগিতা, জোড় পায়ে দৌড়, কাদায় রাগবি, হা ডু ডু, বাঁশের ওপর দিয়ে হাঁটা, চক্কর খোঁজ ইত্যাদি। এছাড়া প্রতিবারের মতোই এবারও রয়েছে তৈলাক্ত কলাগাছে ওঠা, বালিশ লড়াই প্রতিযোগিতা। এলাকার বৈচিত্র্যের কারণেই এবারের কৃষকের ঈদ আনন্দে থাকছে ভিন্নতা ও নতুনত্বের স্বাদ। কৃষকের ঈদ আনন্দ চ্যানেল আইতে প্রচারিত হবে কোরবাণির ঈদের তৃতীয় দিন বিকেল সাড়ে চারটায়। এছাড়া এবারের কৃষকের ঈদ আনন্দের নেপথ্য গল্প ও ধারণপর্ব নিয়ে ঈদের আগের রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে ‘কৃষকের ঈদ আনন্দ: বিহাইন্ড দ্য সিন’।

Leave a Reply