কুড়িল ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস লেকে, আহত ২০

31/08/2015 1:28 pmViews: 2
কুড়িল ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস লেকে, আহত ২০

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে দ্রতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেকে পড়ে গেছে। এতে বাসটিতে থাকা অন্তত ২০ জন যাত্রী কমবেশী আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে খিলক্ষেত থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সায়দাবাদগামী তুরাগ পরিবহনের ওই বাসটি একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি ফ্লাইওভার থেকে নামার সময় পাশের লেকে পড়ে যায়। এসময় অন্তত ২০ যাত্রী কমবেশি আহত হন। তবে মারাত্মক আহত তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বাসটি পাশের লেকে পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়।

পরে দুটি রেকারের সাহায্যে বাসটি লেক থেকে টেনে তোলা হয়। তবে এসময় বাসটির ভেতর কোন যাত্রী ছিল না এবং কোন নিহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply