কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

15/03/2017 4:59 pmViews: 6
কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী
 
কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার কার্যালয়ে কুষ্টিয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলামকে শপথ বাক্য পাঠ করান।
রবিউল ইসলাম আজ বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে প্রধানমন্ত্রীর কাছে তার কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।
স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন (এলজিআরডি) বিভাগের সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন। স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
গত ২৮ ডিসেম্বর ৫৯টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আইনী জটিলতার কারণে কুষ্টিয়া ও বগুড়া জেলা পরিষদ নির্বাচন বাতিল করা হয়। ৫৯ জন জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্পন্ন হয়। -বাসস

Leave a Reply