কুষ্টিয়ায় হোমিও চিকিৎ​সককে কুপিয়ে হত্যা

20/05/2016 12:21 pmViews: 13
কুষ্টিয়ায় হোমিও চিকিৎ​সককে কুপিয়ে হত্যা
 
কুষ্টিয়ায় হোমিও চিকিৎ​সককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি
কুষ্টিয়া সদরে হোমিওপ্যাথি চিকিৎসক সানোয়ার রহমান সানাকে (৫২) কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান (৩৮) গুরুতর আহত হন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বটতোল ইউনিয়নের শিশির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত হোমিও চিকিৎসক প্রতি সপ্তাহের শুক্রবার গ্রামে গরীব রোগীদের ফ্রি চিকিৎসা দিতেন। হোমিও চিকিৎসক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুজ্জামান মোটরসাইকেল যোগে গ্রামে যাচ্ছিলেন। এ সময় তিন দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে তাদের কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই হোমিও চিকিৎসকের মৃত্যু হয়। আহত শিক্ষককে কুষ্টিয়া  ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
হত্যাকাণ্ডের কারণ পুলিশ জানাতে পারেনি। তবে এ হত্যার সঙ্গে পূর্ব শত্রুতা ও জঙ্গির সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply