কুষ্টিয়ায় সেই সাব-রেজিস্টার সাময়িক বরখাস্ত

28/02/2020 6:52 pmViews: 7

কুষ্টিয়ায় সেই সাব-রেজিস্টার সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় সেই সাব-রেজিস্টার সাময়িক বরখাস্ত
কুষ্টিয়ায় সাময়িক বরখাস্ত সাব-রেজিস্টার সুব্রত কুমার সিংহ। ছবি: ইত্তেফাক

কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঘুষের টাকাসহ হাতেনাতে ধৃত সাব-রেজিস্টার সুব্রত কুমার সিংহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা রেজিস্টার প্রভাকর সাহা জানান, সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্তের আদেশ পাঠিয়েছে।

জানা যায়, গত বছরের ৭ নভেম্বর কুষ্টিয়া দুদকের উপ-পরিচালক মো. যাকারিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে কুষ্টিয়া সদর সাব-রেজিস্টার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলামকে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। প্রায় এক মাস কারান্তরীন থাকার পর জামিনে মুক্ত হয়ে সুব্রত কুমার সিংহ স্বপদে যোগ দেন।

পরে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ কর্তৃক সচিব (দায়িত্বপ্রাপ্ত) মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত মামলায় সাব-রেজিস্টার সুব্রত কুমার সিংহ গ্রেফতার ও কারাগারে আটক থাকায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা মোতাবেক আটকের তারিখ হতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে প্রেরিত পত্রে উল্লেখ করা হয়। এর আগে অফিস সহকারী রফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত হন।

 

উল্লেখ্য, কুষ্টিয়া রেজিস্ট্রি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে একটি সিন্ডিকেট সাধারণ মানুষকে হয়রানিসহ জমি রেজিস্ট্রিতে সরকারি নির্ধারিত ফি ছাড়াও দলিল প্রতি অতিরিক্ত টাকা আদায় করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে দুদক পরিচালিত অভিযানে ঘুষের লক্ষাধিক টাকাসহ ওই দুইজন হাতেনাতে গ্রেফতার হন।

Leave a Reply