কুষ্টিয়ায় বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

03/06/2015 2:49 pmViews: 3
কুষ্টিয়ায় বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

 ০৩ জুন, ২০১৫

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে বজ্রপাতে ওই তিনজনের মৃত্যু হয়।

তারা হলেন- দৌলতপুরের চুয়া মল্লিকপাড়ার গৃহবধূ নাজনীন (২৫), পিয়ারপুর ইউনিয়নের জয়ভোগা গ্রামের টুটুল (৩০) ও রিফায়েতপুর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের শহিদুল ইলামের স্ত্রী হাজেরা খাতুন (৪০)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মল্লিকপাড়ার নাজনীন বাড়ির আঙিনায় রান্না করছিলেন। এসময় বজ্রপাতে নাজনীনের মৃত্যু হয়।

রিফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান ইছাহক আলী জানান, লক্ষ্মীখোলা গ্রামে বাড়ির পাশেই পটলের ক্ষেতে কাজ করছিলেন শহিদুল ইলাম ও তার স্ত্রী হাজেরা খাতুন। তাদের ওপর বজ্রপাত হলে দু’জনই গুরুতর আহত হন। পরে স্ত্রী হাজের খাতুনের মৃত্যু হয়।

এদিকে, পিয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল করিম জানান, আকাশে বিদ্যুৎ চমকানোর সময় কানে ইয়ারফোন নিয়ে গান শুনছিলেন জয়ভোগা গ্রামের টুটুল (৩০)। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

Leave a Reply