কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, ৩৪ জন অসুস্থ

20/04/2014 3:36 pmViews: 6

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর কালুয়াতে তরমুজ খেয়ে স্মৃতি (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে এবং একই পরিবাবের আটজনসহ কমপক্ষে ৩৪ জন অসুস্থ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর সাড়ে ১২টায়। নিহত স্মৃতি কালুয়া গ্রামের আসকর আলীর মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে কালুয়া গ্রামের আসকর আলী ঢাকা থেকে ফেরার পথে স্থানীয় কুমারখালী বাসস্ট্যান্ড থেকে তরমুজ কিনে বাড়িতে নিয়ে যান। এরপর ওই তরমুজ তার পরিবার ও প্রতিবেশীরা একসঙ্গে খান। এর কিছুক্ষণ পরই তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় আসকর আলীর মেয়ে স্মৃতি মারা যায়।

অসুস্থদের মধ্যে আসকর আলীর ছেলে অনিকের (১১) অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। অসুস্থদের মধ্যে ফারুক (৯), মারুফ (১১), মিম (৯), জিম (৬), নিহারু (৭০), ইসলাম আলী শেখ (৬০), রেখা (২২), ঝন্টুসহ (৩০) ৩৪ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সিনিয়র মেডিকেল অফিসার ডা. সালেক মাসুদ জানান, তরমুজে কোন কেমিক্যাল দেয়ার ফলে তার বিষক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অন্য কোন খাদ্য গ্রহণের ফলে এমনটি ঘটেছে কি-না তা পরবর্তীতে জানা যাবে বলেও জানান তিনি।

Leave a Reply